fbpx

ইউক্রেনের দুই শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনে বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতেই দু’ টি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। খবর বিবিসি

ইউক্রেনের মারিওপোল এভং ভলনোভাখা শহরে মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই বিরতি কার্যকর হবার কথা রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে, বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে। তবে  ইউক্রেনের দিক থেকে এই বিষয়ে এখনো কোন তথ্য জানানো হয়নি।

ইউক্রেনে চলমান দশ দিনের যুদ্ধে শহর অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে এর আগে মারিওপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। এ সময় রাশিয়ার সেনাদের হামলাকে তিনি ‘নিষ্ঠুর হামলা’ বলে বর্ণনা করেছিলেন।

২৪শে ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরু হওয়ার পর প্রায় ১২ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। আরও কয়েক লাখ মানুষ এখন আশ্রয়ের সন্ধান করছেন।

Advertisement
Share.

Leave A Reply