fbpx

ইউক্রেনে আকস্মিক সফরে জো বাইডেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর প্রথমবার কিয়েভে আকস্মিক সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা যায় তাকে। বিশেষ এই সফরে কিয়েভে জেলেনস্কির সঙ্গে যুদ্ধের সার্বিক বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।

এর আগে তিনি ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাৎ করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দিয়েছে এ খবর।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী।

এদিকে রয়টার্স জানিয়েছে, বাইডেন জেলেনস্কিকে প্রতিশ্রুতি দিয়েছেন, যতদিন সময় লাগবে ওয়াশিংটন ইউক্রেনের পাশে থাকবে।

ইউক্রেনে আকস্মিক সফরে জো বাইডেন

কিয়েভে বাইডেন-জেলেনস্কি বৈঠক

রয়টার্স বলছে, বাইডেনের কিয়েভ সফরের সময় ইউক্রেনের রাজধানী জুড়ে সাইরেন বাজানো হয়ে। যদিও রাশিয়ার ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার কোনো খবর পাওয়া যায়নি।

জেলেনস্কি বলেন, ‘আপনার সফর সব ইউক্রেনীয়দের প্রতি সমর্থনের গুরুত্বপূর্ণ নমুনা।’

জেলেনস্কি ও বাইডেন এই সফরে দূরপাল্লার অস্ত্র নিয়ে আলোচনা করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের জন্য আর্টিলারি গোলাবারুদ, অ্যান্টি-আর্মার সিস্টেম এবং এয়ার সার্ভিলেন্স রাডারসহ সামরিক সহায়তার ঘোষণা দেবেন।

Advertisement
Share.

Leave A Reply