fbpx

ইউক্রেন ইস্যুতে বাইডেন-পুতিন কথা বলবেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলবেন। ইউক্রেনে রাশিয়া যে কোনো দিন হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রের এমন সতর্কতা দেয়ার পরই ফোন আলাপের খবর দিলো হোয়াইট হাউস। সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য দিয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, আগামী সোমবার রাশিয়া ফোন আলাপের প্রস্তাব দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র শনিবারের জন্য আলাপের পাল্টা প্রস্তাব দিলে রাজি হয় রাশিয়া।

এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে তিনি শনিবার ফোনে কথা বলবেন। তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমন করলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দ্রুতই মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।

গত দুই দিন ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার দাবি ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই তাদের। যুদ্ধের উস্কানি দিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়াতে নিষেধাজ্ঞা আরোপের সুযোগ খুঁজছে।

Advertisement
Share.

Leave A Reply