fbpx

ইউক্রেন সফরে ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতারা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেন সফরে গেছেন ইউরোপের তিন দেশ ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতারা। বুধবার রাতে পোল্যান্ড থেকে একই ট্রেনে চড়ে কিয়েভের উদ্দেশে রওনা হন তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তারা কিয়েভে পৌঁছান।

এই সফরে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তিন নেতা এই সফরে ইউক্রেনের প্রতি সমর্থনে রাশিয়ার সমালোচনার পাল্টা জবাব দিতে চান।

ইউক্রেনের আশা ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়ার বিষয়ই তাদের আলোচনার এজেন্ডা হবে।

ইউক্রেন পৌঁছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ‘এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা ইউক্রেনীয়দের কাছে এর মাধ্যমে ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছি।’

ইউক্রেনের সেভেরোদেনেৎস্ক শহরে রুশ বাহিনীর হামলায় আটকা পড়েছে হাজারো বেসামরিক মানুষ। এর মধ্যেই দেশটিতে সফরে গেলেন ইউরোপের ক্ষমতাধর তিন দেশের নেতারা।

Advertisement
Share.

Leave A Reply