fbpx

ইউরোপে ভ্যাকসিনের সংকট!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জার্মানিতে করোনা ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় ধীর গতিতে এগোচ্ছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আগামী এপ্রিল পর্যন্ত এই ঘাটতি থাকতে পারে।

সেখানকার স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পেন এক টুইটার বার্তায় বলেন, ‘আমাদের এখনও কমপক্ষে দশটি কঠিন সপ্তাহ পার করতে হবে।’

এদিকে ভ্যাকসিন প্রয়োগের ধীর গতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সরকার। দেশটিতে দৈনিক যত জনকে টিকা দেয়ার কথা ছিল, সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে সরকার।

জেনস স্পেনের দাবি, ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন সরবরাহে দেরি করার কারণেই এই সমস্যার মুখে পড়েছে তারা। যদিও অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে জানানো হয়েছে ভ্যাকসিন পেতে ইউরোপীয় ইউনিয়ন দেরিতে চুক্তি করেছিল বলেই তারা দেরিতে ভ্যাকসিন পাচ্ছে।

এদিকে, স্পেনে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। তবে মিলছে না পর্যাপ্ত ভ্যাকসিন। সরকারি কর্মকর্তারা জানান, তাদের সরবরাহ করা করোনার টিকা শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তারা নতুন করে কোনো গ্রহীতার শরীরে ভ্যাকসিন প্রয়োগ করছেন না। বরং যারা প্রথম ডোজ নিয়েছেন তারা যেন দ্বিতীয় ডোজটি ঠিক সময়ে পায় সেই দিকেই জোড় দেয়া হচ্ছে।

স্পেনে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪০ হাজারেরও বেশি জন।

Advertisement
Share.

Leave A Reply