fbpx

ইউরোপে সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মোবাবিলায় ইউরোপে বাড়তি সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই তথ্য দিয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে,যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্রাগ সামরিক ঘাঁটি থেকে দুই হাজার সেনা পাঠানো হবে পোল্যান্ড ও জার্মানিতে। একই সাথে, জার্মানিতে থাকা আরও এক হাজার সেনা যাবে রুমানিয়ায়।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, রাশিয়াকে যুদ্ধের জন্য উস্কে দিচ্ছে দেশটি। এরপরই ইউরোপে সেনা বাড়ানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মোতায়েন করা সেনারা ইউক্রেনে যুদ্ধ করবে না। বরং মার্কিন মিত্রদের সুরক্ষা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য।

ইউক্রেনে রুশ আগ্রাসনের আশঙ্কার কথা জানিয়ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। ইউক্রেন সফরে গিয়ে বরিস বলেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ‘মাথার ওপর বন্দুক’ ধরে আছেন। কূটনৈতিক সমাধানের চেষ্টার মধ্যেও রাশিয়া ইউক্রেন ঘিরে সেনা সদস্য বাড়াচ্ছে বলেও প্রমাণ পাওয়া গেছে।

Advertisement
Share.

Leave A Reply