fbpx

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ৬৮

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইকুয়েডরের কারাগারে নতুন করে দাঙ্গায় নিহত হয়েছে অন্তত ৬৮ জন। আহত হয়েছে আরও ২৫ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছি, গুয়াইয়াকিল শহরের লিতোরাল তেনসিয়ারিয়া কারাগারে স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে এই দাঙ্গা শুরু হয়। শনিবার আশেপাশে থাকা বাসিন্দারা কারাগারের ভেতরে গুলি ও বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়।

এরপর পুলিশের কৌশলগত ইউনিট বন্দিদের ভবনে ঢুকে সেখান থেকে বন্দুক, বিস্ফোরক ও ব্লেড উদ্ধার করেছে।

বন্দিদের খবর পেতে কারাগার এলাকায় জড় হয়েছেন তাদের স্বজনরা।

গেল সেপ্টেম্বরেই এই কারাগারে সন্ত্রাসী হামালায় নিহত হয়েছিল শতাধিক বন্দি। এটাই ছিল দেশটির ইতিহাসের কারাগারে সবচেয়ে বড় সহিংসতা।

চলতি বছরই দেশটিতে কারাগারে সংঘর্ষে নিহত হয়েছে প্রায় তিনশ বন্দি। সরকারের দাবি, কারাগারটি নিয়ন্ত্রণ নিয়ে দেশটির মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর মধ্যে চলা বিরোধের জন্যই এই সহিংসতা হয়।

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কারাগারে পায় ৩৯ হাজার কারা বন্দি রয়েছেন। এসব কারাগারে বিভিন্ন গোষ্ঠীর আধিপত্যকে কেন্দ্র করে প্রায়ই এমন দাঙ্গা হয়ে থাকে।

 

Advertisement
Share.

Leave A Reply