fbpx

ইনস্টার পর এবার ফেসবুকেও বাড়ল রিলের দৈর্ঘ্য

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি ফেসবুক রিলের দৈর্ঘ্য বাড়িয়ে ৯০ সেকেন্ড করেছে ফেসবুক। এর আগে এই দৈর্ঘ্য ছিল ৬০ সেকেন্ড।

ফেসবুক মালিকাধীন আরেক প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম গত জুলাইয়ে রিলের দৈর্ঘ্য বাড়িয়ে ৯০ সেকেন্ড করেছিল। তবে দৈর্ঘ্যের বিবেচনায় ফেসবুক বা ইনস্টাগ্রাম টিকটকের আশে পাশে নেই। কেননা এই অ্যাপে ১০ মিনিট পর্যন্ত ভিডিও করা যায়।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগেজেট জানায়, টিকটক এবং ইনস্টাগ্রাম উভয়ে গানের সঙ্গে ক্লিপ সিঙ্ক্রোনাইজেশনের সুবিধা আছে। ফেসবুকেও গ্রুভ নামে এই ফিচারটি সংযুক্ত করতে যাচ্ছে।

মেটা জানায়, তারা ভিজ্যুয়াল বিট টেকনলজি ব্যবহার করেছে। যার ফলে এটি স্বয়ংক্রিয়ভাবে গানের গতি এবং বিটের সঙ্গে তাল মেলানো যাবে।

এছাড়া ফেসবুকে আরও একটি ফিচার আসতে যাচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারী তার মেমোরিকে রিলে রূপান্তর করতে পারবে। এতে প্রচলিতে টেমপ্লেট ব্যবহারের সুবিধাও আছে। রিল তাদের সবচেয়ে দ্রুততম বেড়ে ওঠা একটি ফরম্যাট বলে দাবি করে মেটা।

গত বছরের তুলনায় ফেসবুক এবং ইনস্টাগ্রামে দ্বিগুণ রিল প্লে হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। আবার গত ছয় মাসে রিলের পুনঃশেয়ারও বেড়েছে দ্বিগুণ।

Advertisement
Share.

Leave A Reply