fbpx

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকশ মানুষ। জাভার আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সোমবার সকালে পশ্চিম জাভার সিয়ানজুর শহরে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএনজিএস জানিয়েছে, সিয়ানজুরের ১০ কিলোমিটার দক্ষিণপূর্বে এটির উৎপত্তিস্থল।

যে এলাকায় ভূমিকম্পটি আঘাত হেনেছে সেটি বেশ ঘনবসতিপূর্ণ। পাশাপাশি ভূমিধসপ্রবণও। পশ্চিম জাভা প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে ১৩ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। দুই হাজারের বেশি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। আহতের সংখ্যা এত বেশি যে অনেককেই হাসপাতালের বাইরে রেখে চিকিৎসা দিতে হয়েছে।

একই সময়ে রাজধানী জাকার্তাতেও কম্পন অনুভূত হয়। প্রাণিহানি কমাতে বেশকিছু বহুতল ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply