fbpx

ইরানে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইব্রাহিম রাইসি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ইব্রাহিম রাইসি। শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে ৬২ শতাংশ ভোটই পেয়েছেন রাইসি। তিনি ভোট পেয়েছেন ১ কোটি ৭৮ লাখ। সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য দিয়েছে।

ভোটের ফল অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে রয়েছেন রক্ষণশীল প্রার্থী মোহসেন রেজায়ি। তিনি পেয়েছেন ৩৩ লাখ ভোট। অপর প্রার্থী আমির হোসেন কাজিজাদে হাশেমি পেয়েছেন প্রায় ১০ লাখ ভোট।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এই নির্বাচনে অনেককে প্রার্থী হতে দেওয়া হয়নি।

শুক্রবার ভোটের পর থেকেই কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসির জয় অনেকটাই সুনিশ্চিত বলে ধারণা করা হচ্ছিল। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই বিরোধীরাও রাইসিকে অভিনন্দন জানিয়েছেন।

টেলিভিশনে প্রচারিত ভাষণে বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানিও রাইসির জয়ের ইঙ্গিতই দিয়েছেন। সব কিছু ঠিক থাকলে এ বছর আগস্টেই হাসান রুহানির কাছ থেকে ক্ষমতা বুঝে নেবেন ৬০ বছর বয়সী ইব্রাহিম রাইসি।

Advertisement
Share.

Leave A Reply