fbpx

ইরানে শিয়া দরগাহে আইএস এর হামলা: নিহত ১৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইরানের শিরাজ শহরে শিয়া মুসলিম দরগাহে বুধবারের হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার সন্ধ্যার পর শাহ চেরাগ নামের ওই দরগাহে হামলা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন নিহত ও ৪০ জন আহত হন।

আইএস নিজেদের টেলিগ্রাম চ্যানেলে বিবৃতি দিয়ে এ হামলার দায় নিয়ে বলেছে, আইএসের এক যোদ্ধা শিরাজ শহরের শাহ চেরাগ দরগাহে গুলি চালান। গুলিতে কমপক্ষে ২০ জন শিয়া নিহত হন। আহত বেশ কয়েকজন।

প্রাথমিকভাবে বলা হয়েছিল, তিন বন্দুকধারী এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক। বিবিসি জানিয়েছে, পরে স্থানীয় বিচার বিভাগীয় প্রধান বলেন, এ হামলায় একজন সন্ত্রাসী জড়িত।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (আইআরএনএ) বলছে, এ হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

রাইসি বলেন, এ অপরাধের জবাব নিশ্চিতভাবে দেওয়া হবে। যারা হামলার পরিকল্পনা করেছেন, হামলা চালিয়েছেন, তাদের সমুচিত শিক্ষা দেবে ইরানের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বাহিনী।

Advertisement
Share.

Leave A Reply