fbpx

ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সংবাদমাধ্যম এপির খবরে বলা হয়, হামাসের হামলা প্রতিহত করতে চালানো অভিযানকেও পূর্ণ সমর্থন দিয়েছে জার্মান। ফিলিস্তিনে অভিযান পরিচালনার জন্য ইসরায়েলকে সামরিক সহায়তা দেবে জার্মানি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ইসরায়েলকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। এই সমর্থনকে নিজেদের দায়িত্বশীলতা বলেই মনে করেন বলেও জানান তিনি।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ব্রাসেলসে এক বিবৃতিতে বলেছেন, তারা ইসরায়েলের অনুরোধে সম্মত হয়েছেন। এরই মধ্যে দেশটি নিজেদের পাঁচটি ড্রোনের দুটি ইসরায়েলে পাঠিয়েছে এবং ড্রোন দুটি পরিচালনায় প্রশিক্ষণের জন্য জার্মান সেনা সদস্যরাও ইসরায়েলে অবস্থান করছেন বলে জানা গেছে।

এছাড়াও ইসরায়েলকে যুদ্ধজাহাজসহ প্রয়োজনীয় গোলা বারুদ দেয়ার ব্যাপারেও কথা চলছে বলে বার্তা সংস্থা এপি তার প্রতিবেদনে উল্লেখ করেছে। ইসরায়েলকে যেকোনো সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপের দেশটি। বৃহস্পতিবার পার্লমেন্টের এক বক্তব্যে সামাজিক গণতন্ত্রী দলের নেতা শলৎজ বলেন, ইসরায়েল জার্মানির কাছে যেকোনো প্রয়োজনের কথা বলতে পারে।

পার্লামেন্টে দেশটির এই চ্যান্সেলর আরো বলেন, জার্মানিতে হাজার হাজার লোক ইসরায়েলের পক্ষে সমাবেশ করেছে তবে এর উল্টো চিত্রও দেখা গেছে যদিও এটা লজ্জাজনক। হামাসের সশস্ত্র হামলা উৎযাপনে নিষেধাজ্ঞা দেয়া হবে বলেও জানায় জার্মান সরকার। এছাড়া হামাসের সমর্থনে রাস্তায় নামা সংগঠনগুলোকেও নিষিদ্ধ করারও হুঁশিয়ারি দেন শলৎজ।

এরই মধ্যে ইসরায়েলি হামলায় প্রায় এক হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন এক হাজার ২০০ ইসরায়েলি।

Advertisement
Share.

Leave A Reply