fbpx

উইঘুর প্রতি চীনা সরকারের আচরণ ‘গণহত্যা’ : কানাডার সংসদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনের মুসলিম সংখ্যালঘু উইঘু সম্প্রদায়ের প্রতি দেশটির সরকারের আচরণকে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণা দিয়েছে কানাডার সংসদ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সোমবার কানাডার হাউস অব কমন্সে ২৬৬-০ ভোটের বিপুল ব্যবধানে এই ঘোষণা পাস হয়। ক্ষমতাসীন লিবারাল পার্টির আইনপ্রণেতাদের বড় একটি অংশ এবং সকল বিরোধী দলগুলো এই ঘোষণার পক্ষে ভোট দিয়েছেন।

সংবাদে জানা যায়, কানাডার আইনপ্রণেতারা একটি সংশোধনী পাসের জন্যও ভোট দিয়েছেন। ‘চীন সরকার যদি গণহত্যা চালিয়ে যায়’ তাহলে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বেইজিং থেকে সরিয়ে নিতে কানাডা যেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আহ্বান জানায় সেই অনুরোধ সংশোধনীতে করা হয়েছে।

 

Advertisement
Share.

Leave A Reply