fbpx

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষা শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ ১৯ আগস্ট শুক্রবার। দেশের ২৭৫টি কেন্দ্রে সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হয়েছে। দুই ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় ১২টায়। একই দিনে আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেয়া হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫১ হাজার ২২৮ জন শিক্ষার্থী এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে। নভেল করোনাভাইরাস কারণে পুনর্বিন্যস্ত পাঠ্যক্রমে এ পরীক্ষা নেয়া হচ্ছে। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরে। অন্যান্য বিষয়ের পরীক্ষা ৫৫ নম্বরে।

পরীক্ষার্থীদের ৪০ নম্বরের সৃজনশীল ও ১৫ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। যেসব পরীক্ষায় ব্যবহারিক অংশ (১০ নম্বরের) রয়েছে, সেসব বিষয়ের ৪৫ নম্বরে তত্ত্বীয় পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীলে ৩০ নম্বর ও বহুনির্বাচনী প্রশ্নে ১৫ নম্বর থাকবে। শুক্রবার শুরু হওয়া এ পরীক্ষা ১৬ সেপ্টেম্বর শেষ হবে। প্রতি শুক্র ও শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।

Advertisement
Share.

Leave A Reply