fbpx

ঊর্ধ্বমুখী ভারতীয় চালের রফতানি মূল্য

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে ভারতীয় রফতানি চালের এমনটাই জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। এদিকে রাশিয়ার চাল রফতানিকারক প্রধান দেশগুলোতে বড়দিন ও নতুন বছরের ছুটি উপলক্ষে রফতানি কার্যক্রম কিছুটা শিথিল হয়ে পড়েছে।

চাল রফতানিতে বিশ্বের নেতৃস্থানীয় দেশ ভারত। দেশটির ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের দাম বেড়ে টনপ্রতি ৩৫৫-৩৬০ ডলারে উন্নীত হয়েছে। এক সপ্তাহ আগে এর  রফতানি মূল্য ছিল ৩৫১-৩৫৬ ডলার।

রফতানিকারকরা বর্তমানে নতুন করে চুক্তির তুলনায় পুরনো চুক্তির আওতায় চাল সরবরাহে বেশি মনোযোগ দিচ্ছেন বলে মনে করেছেন ওলাম ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট নিতিন গুপ্ত।

তবে বিশ্লেষকরা মনে করছেন, চলতি বছর ভারতে কৃষিপণ্যটির রফতানি রেকর্ড উচ্চতায় পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। আগামী বছর রফতানিতে মন্দাভাব দেখা দিতে পারে।

আর খাতসংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, বাংলাদেশ, পাকিস্তানসহ বিশ্বের শীর্ষ চাল উৎপাদক দেশগুলোয় চলতি বছর ধানের ফলন ভালো হয়েছে। ফলে একদিকে যেমন বাড়বে প্রতিযোগিতা, অন্যদিকে কমবে আমদানির ব্যবধান। এ কারণে চলতি বছরের তুলনায় চাল রফতানির পরিমাণ কমে আসবে।

Advertisement
Share.

Leave A Reply