fbpx

ঋণ শ্রেণীকরণ সুবিধা বাড়ানোর আহ্বান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ শ্রেণীকরণ সুবিধা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বাড়াতে কেন্দ্রিয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংঠন এফবিসিসিআই।

রোববার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (২০১৯-২০) সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন এ আহ্বান জানান। তিনি বলেন, ঋণ শ্রেণীকরণের মেয়াদ বাড়ালে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি আসবে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার দ্রুত সম্ভব হবে। তিনি জানান, ঋণ শ্রেণীকরণ সুবিধা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বাড়াতে এফবিসিসিআই বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে ।
জসিম উদ্দিন তার বক্তব্যে তাড়াহুড়ো করে নতুন আয়কর আইন চূড়ান্ত না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, যেহেতু বর্তমানে একটি আয়কর আইন রয়েছে, তাই এফবিসিসিআইসহ সকল অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে নতুন আইন প্রণয়ণ করার প্রয়োজন মনে করি। জসিম উদ্দিন জানান, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধনমন্ত্রীর মূখ্যসচিবের নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি এবং এর অধীন বিভিন্ন উপকমিটির সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এফবিসিসিআই। এছাড়াও ২০২৬ পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় পলিসি অ্যাডভোকেসির অংশ হিসেবে ‘ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশন এন্ড ট্যারিফ রেশনালাইজেশন’, ‘গ্লোবাল মার্কেট এক্সেস ২০২১-২৬ অ্যান্ড বিয়ন্ড,’ ‘ইনভেস্টমেন্ট মেজারস ফর সাসটেইনেবল ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ এবং ‘সাসটেইনেবল এক্সপোর্ট ডেভেলপমেন্ট, সাবসিডিস অ্যান্ড ইনসেনটিভস’ শীর্ষক চারটি কর্মকৌশল হ্যান্ডবুক আকারে প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, শিগগিরই সরকারের এসব আনুষ্ঠানিকভাবে হাস্তান্তর করা হবে। একই সঙ্গে খাতভিত্তিক সক্ষমতা বাড়াতে এফবিসিসিআইতে ইনোভেশন সেন্টার স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।

জসিম উদ্দিন আরও বলেন,এফবিসিসিআইকে সত্যিকার অর্থে গবেষণাভিত্তিক সংগঠনে পরিণত করতে খাতভিত্তিক ১৮ জন প্যানেল এডভাইজর নিয়োগ দেওয়া হয়েছে। যে কোন বিষয়ে নীতি প্রনয়ণে আরও শক্তিশালী পরামর্শ তুলে ধরার লক্ষ্যে এটি করা হয়েছে।

তিনি জানান, স্বাধীনতার ৫০ বছর উদযাপনে ৫০ জন ব্যবসায়ী মুক্তিযোদ্ধাকে সংবধর্না দেবে এফবিসিসিআই।

উল্লেখ্য, করোনা সংক্রমণ জনিত কারণে, ২০১৯-২০২০ সময়ের বার্ষিক সাধারণ সভা নির্ধারিত সময়ে অনুষ্ঠান সম্ভব হয়নি। সেই সভাটিই আজ হলো।

মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় সংগঠনের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, সালাহউদ্দীন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন ও এম. এ. রাজ্জাক খান রাজ এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ২০১৯-২০ বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement
Share.

Leave A Reply