fbpx

একদিনে সোনার দাম বাড়ল ২,৩০৩ টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত কয়েক মাস ধরে বিশ্ববাজারে স্বর্ণের বাজারে বেশ টালমাটাল অবস্থা। গোটা বিশ্বে সোনার চাহিদা বাড়ায় দামও বেড়েছে হু হু করে। রবিবার দুপুর পর্যন্ত বিশ্ববাজারে আউন্সপ্রতি সোনার দাম বেড়েছে ২২ দশমিক ১৮ ডলার বা ২ হাজার ৩০৩ টাকা। আর গত এক মাসে বেড়েছে ১২১ দশমিক ৬৫ ডলার।

রবিবার দুপুর ১২টার সময় বিশ্ববাজারে সোনার দাম ছিল আউন্সপ্রতি ১ হাজার ৯২০ ডলার। তবে ২০২২ সালে সামগ্রিকভাবে এই ধাতুর দাম বেড়েছে আউন্সপ্রতি ৮০ দশমিক ৫০ ডলার।

গেল বছর বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দফায় দফায় নীতি সুদহার বৃদ্ধি করে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে বন্ড কেনায় বিপুল বিনিয়োগ করেন। ফলে সোনায় বিনিয়োগ কিছুটা কমে যায়। এজন্য সামগ্রিকভাবে গত এক বছর সোনার দাম তেমন বাড়েনি। তবে গত ছয় মাসে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ১৮৬ দশমিক ২ ডলার।

বিশ্ববাজারের সাথে সাথে বাংলাদেশেও স্বর্ণের দাম রেকর্ড ছাড়িয়েছে। শনিবার দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে এক ভরি সোনার অলংকার কিনতে ৯৩ হাজার ৪২৯ টাকা লাগবে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

Advertisement
Share.

Leave A Reply