fbpx

এক ডোজেই মিলবে টিকার সনদ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুই ডোজের পরিবর্তে এক ডোজ নিলেই করোনা টিকার সনদ পাওয়া যাবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি বিভাগ। তবে এটি সবার জন্য প্রযোজ্য নয়।

কূটনৈতিক ব্যক্তি, জরুরি ভিত্তিতে বিদেশগামী রোগী, প্রবাসী ও শিক্ষার্থীরা টিকার সনদ সুরক্ষা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে  বলে আইসিটি বিভাগ থেকে জানা গেছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রোগ্রামার আবদুল্লাহ আল রহমান বলেন, ‘কেউ যদি এক ডোজ টিকা নিয়ে চলে যেতে চান তাহলে তিনি সার্টিফিকেট ডাউনলোড করে বিদেশে যেতে পারবেন। ছাত্র এবং প্রবাসী বাংলাদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য এটা করা হয়েছে।

আর সিঙ্গেল ডোজ নিয়ে বিদেশ যেতে চাইলে সেই দেশ যদি অনুমতি দেয় তাহলে যেতে পারবেন।বাংলাদেশের বিমানবন্দরে কোনো সমস্যা হবে না। কারণ সারা বিশ্বেই এ পদ্ধতি চলছে । একই ধরনের টিকা নিতে হবে। সার্টিফিকেটে উল্লেখিত টিকার বাইরে অন্য কোনো টিকা নিতে পারবেন না বলে জানিয়েছেন আবদুল্লাহ আল রহমান।

Advertisement
Share.

Leave A Reply