fbpx

এবারও ভাড়া বাড়াতে চান পরিবহন মালিকরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যেখানে বলা হয়েছে, অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস, লঞ্চ ও ট্রেন। সব ধরনের যানের চালক ও সহকারীদের বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের টিকার সনদধারী হতে হবে। বৃহস্পতিবার থেকে এই ঘোষণা কার্যকর করা হবে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত যা অব্যহত থাকবে।

এই নির্দেশনা পালন করতে তাই ভাড়া বাড়াতে চান পরিবহন মালিকরা। বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল বলেন, ‘অর্ধেক যাত্রী নিয়ে চলতে হলে ভাড়াও বাড়াতে  হবে। অতীতে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ ছাড়তে হয়েছে, কিন্তু তখন ব্যবসার বারোটা বেজেছে। ৬০ শতাংশ ভাড়া বেশি নেওয়া হয়েছে, কিন্তু যাত্রী সংখ্যা কমে গেছে। আর অনেক গরিব যাত্রী লঞ্চে উঠে বলেছে, এত টাকা দেওয়ার সামর্থ্য নেই।‘

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত বলেন, ‘অর্ধেক যাত্রী নিয়ে চললে তেলের পয়সাও হবে না। এর আগে অর্ধেক যাত্রী নিয়ে চলার সিদ্ধান্ত আসার পর ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল।‘

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘গাড়ি চালাতে হলে তেল-মবিল, ড্রাইভারের খরচ দিতে হয়। এর আগে অ্যাসেসমেন্ট করে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।

তিনি আরও বলেন, ‘এবার কী হবে, এখনও জানি না। সরকার কী নির্দেশ দেয়, তার অপেক্ষায় আছি। যদি গাড়ি চালানোর মতো হয়, তাহলে মালিকরা চালাবে। না হলে মালিকরা তো বাড়ি থেকে টাকা এনে গাড়ি চালাবে না।‘

উল্লেখ্য, করোনামহামারীর মাঝে গেল বছর এবং তার আগের বছর যখন অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলেছিল, তখন ভাড়া বেড়েছিল ৬০ শতাংশ। এবারও তেমনটি চান পরিবহন মালিকরা।

Advertisement
Share.

Leave A Reply