fbpx

এবার টুইট রিঅ্যাকশন ভিডিও আনছে টুইটার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টিকটকের সাথে পাল্লা দিয়ে এবার নিজেদের প্ল্যাটফর্মে ‘কোট টুইট উইথ রিঅ্যাকশন’ নামের এক ফিচার চালু করতে যাচ্ছে টুইটার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রতিক্রিয়া ভিডিও বার্তার মাধ্যমে প্রদর্শন করতে পারবেন।

টেক বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ এর এক প্রতিবেদনে বলা হয়, ফিচারটি কাজে লাগিয়ে অন্যের পোস্ট করা টুইট বার্তার উত্তর ছবি বা ভিডিওর মাধ্যমে পোস্ট করা যাবে। অর্থাৎ পরিচিত কোনো ব্যক্তির টুইট বার্তায় থাকা কোনো তথ্যের বিষয়ে নিজের প্রতিক্রিয়া ছবি বা ভিডিওর মাধ্যমে জানানো যাবে।

প্রতিবেদনে বলা হয়, এই ফিচার ব্যবহারকারীদের বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। লিস্টে থাকা যে কোনো বন্ধুর টুইট বার্তার নিচে রিটুইট করতে প্রথমে ‘কোট টুইট উইথ রিঅ্যাকশন’ বাটনে যেতে হবে। এরপর নিজের স্মার্টফোনে থাকা ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে। আর সেটিকেই রিটুইট হিসেবে চালিয়ে নিতে পারবেন।

এরইমধ্যে আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনগুলোতে প্রাথমিকভাবে পরীক্ষা চালিয়েছে টুইটার। খুব শিগগিরই এই ফিচার সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে এ টেক জায়ান্ট।

Advertisement
Share.

Leave A Reply