fbpx

এবার ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না: ধর্ম প্রতিমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছর নিবন্ধন করলেও ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারছেন না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। করোনার ঝুঁকি এড়াতে সৌদি সরকার এমন নিয়ম বেঁধে দিয়েছেন বলে সোমবার সচিবালয়ে এক আলোচনা সভায় জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘ইন্টারন্যাশনালি বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না।’

‘নগদ’ এর ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক ওই আলোচনা সভায় মন্ত্রী জানান, ‘অন্যবার হজের সব কাজ শেষ করতে যেখানে তিন থেকে চার মাস সময় পাওয়া যেত, এবার হাতে মাত্র ৩৪ দিন সময় আছে। এর মধ্যেই সব কাজ শেষ করতে হবে।’

এবছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলেও জানান তিনি। তবে বাংলাদেশ থেকে কত মানুষ এবার হজ করবেন, সেটা ঠিক হলেও বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি।

সৌদি সরকার জানিয়েছে, যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজ পালন করতে পারবেন। তবে অবশ্যই করোনা টিকার দুই ডোজ নিতে হবে। এছাড়া হজে যাওয়ার সময় করোনা নেগেটিভ সনদ সাথে রাখতে হবে। পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

Advertisement
Share.

Leave A Reply