fbpx

এসএসসির ফল প্রকাশ এ মাসেই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন প্রকাশ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। তারমধ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্বর নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

বোর্ড সূত্র আরও জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি ফাইল অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে মালদ্বীপ সফরে আছেন। আগামীকাল ২৭ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফেরার পরই ফল প্রকাশের তারিখ নির্ধারিত হতে পারে বলে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ সংবাদমাধ্যমকে জানান, এ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত মাসে পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। করোনা প্রকোপের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর। এবার এ পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি।

Advertisement
Share.

Leave A Reply