fbpx

এ বছরও হচ্ছে না জেএসসি-জেডিসি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের কারণে চলতি বছরও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষের চারা রোপণ শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আলাদা করে বোধ হয় জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে না। মনে হয় না জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ পাবেন। তবে অন্য শ্রেণির মতো অষ্টম শ্রেণিতেও শ্রেণি মূল্যায়ন হবে।’

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলবে। তবে সম্ভবত তাদেরও তাই (পাবলিক পরীক্ষার মতো না নেওয়া) হবে।’

উল্লেখ্য, গত বছরও করোনাভাইরাসের কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেয়া সম্ভব হয় নি। উভয় শ্রেণির শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply