fbpx

ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেট দলের দুই সদস্য!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে ফিরে আসা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের যে দু’জন সদস্য করোনা পজিটিভ হয়েছিলেন, তারা করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ দ্বারা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

৬ ডিসেম্বর দেশে ফেরার পর বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিনের শেষদিনে দলের সবার শেষ দফা করোনা পরীক্ষা করা হলে তাদের মধ্য থেকে দু’জন নারী ক্রিকেটারের করোনা পজিটিভ আসে। তারা দু’জন ছিলেন রুমমেট। তাদের আলাদা করার পর নারী দলের কোয়ারেন্টিন সময়সীমাও বাড়ানো হয়। সেই ঘটনাই এখন নিলো নতুন মোড়!

আজ শনিবার (১১ ডিসেম্বর) বিকেএসপিতে প্রমিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এই ঘটনা নিশ্চিত করেন। তবে, দু’জন নারী ক্রিকেটারের মধ্যে করোনার কোন সিম্পটম বা উপসর্গ নেই।

পাপন বলেছেন, ‘যেহেতু জিম্বাবুয়ে থেকে এসেছে তাই ওমিক্রনের ব্যাপারটায় আমি একেবারেই অবাক হইনি। তবে আশার ব্যাপার হচ্ছে, তারা দু’জন একেবারেই এসিম্পটোম্যাটিক (উপসর্গবিহীন) ও সুস্থ আছে। এবং তারা দু’জনই আক্রান্ত হয়েছে আর বাকি সবাই নেগেটিভ’।

ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেট দলের দুই সদস্য!

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বায়োবাবলে তাদের যথাযথ আইসোলেশনও মানা হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।

তবে, কোন দু’জন নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তাদের নাম এখনো জানা যায়নি।

Advertisement
Share.

Leave A Reply