fbpx

ওয়ানডেতে চিরচেনা বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাঠে দর্শক, উইকেটের পেছনে মুশফিকুর রহিম, একই জার্সিতে চার পান্ডব! সুপার লিগের পয়েন্ট, দীর্ঘ সময় পর প্রিয় ফরম্যাটে ফেরার চেয়েও বেশি নজর কেড়েছে এই দৃশ্যগুলোই। তার সাথে চট্টগ্রামের দর্শকদের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে যোগ হয়েছে ঘরের ছেলে ইয়াসির আলী রাব্বির ওয়ানডেতে অভিষেক!

টসের আগেই কয়েনটা গিয়েছিল হাত ফসকে, টসটাও আসেনি পক্ষে; ফিল্ডিংয়ে বাংলাদেশ। বল হাতে ইনিংসে শুরু করতে এগিয়ে এলেন মুস্তাফিজুর রহমান, খেলা শুরু। মাঠে উত্তেজনাটা ছড়িয়ে দিতে উইকেটের পেছন থেকে মুশফিকের, ‘কাম অন বয়েজ’, তামিমের হাত তালি, রিয়াদের খুনসুটি আর সাকিবের কথা বলা তো আছেই।

ম্যাচের শেষ হতে চলেছে ৫ ওভার। বল হাতে শুরুটা ভালো হয়েছে কী না সেই প্রশ্ন পাঠকদের কাছেই তোলা থাকুক। প্রথম দুই ওভারে চার ওয়াইড করার পর তৃতীয় ওভারে বল করতে এসেই ফিজের উইকেট, মিড অনে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ৭ রানেই প্যাভিলিয়নে রহমতুল্লাহ গুরবাজ। তাসকিন আহমেদও নিজের ওভার শেষ করেছেন ২ রান দিয়েই।

Advertisement
Share.

Leave A Reply