fbpx

কবি শাহেদ শাফায়েত মারা গেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কবি শাহেদ শাফায়েত আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে মারা গেছেন। ৮০’র দশকের এই কবি তার প্রথম কাব্যগ্রন্থ ‘কোরপাটেলিক’ দিয়েই আলোচনায় আসেন।

কবি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার লেখালেখির শুরু স্কুল জীবন থেকেই। ‘কোরপাটেলিক’ আট পাতার বইটি ছাত্রাবস্থায় ১৯৮৯ সালে শিল্পতরু প্রকাশনা থেকে প্রকাশ হয়।

‘বালিঘর ও প্রতিটি ভোরের গান’ তার আরেকটি কাব্যগ্রন্থ। বইটি ২০১১ সালে প্রকাশ হয়। ‘তোমার জৌলুশ মাখা প্রতিটি ভোরের গান’ নামেও রয়েছে তার আরেকটি বই। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘রংতুলি’, ‘করাত’, ‘বৈশাখে’ নামের ছোট কাগজগুলো।

১৯৬৯ সালের ১ জানুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন।

কবি শাহেদ শাফায়েত মারা গেছেন

কবি শাহেদ শাফায়েত মারা গেছেন

Advertisement
Share.

Leave A Reply