fbpx

কমবে জ্বালানি তেলের দাম, দুই-তিন দিনের মধ্যে সিদ্ধান্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী দুই-তিন দিনের মধ্যে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিপিসির চেয়ারম্যান বলেন, অগ্রিম কর এবং আমদানি শুল্ক কমানোর কারণে জ্বালানি তেলের দাম কতটুকু কমবে সেটা আগামী দুই-তিন দিনের মধ্যে জানা যাবে। তবে এ সুবিধা ভোক্তা পর্যায়ে কবে নাগাদ পৌঁছবে সেটা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নির্ধারণ করবে।

ডিজেলের বিষয়ে এ বি এম আজাদ বলেন, দাম কমার বিষয়ে যদি আপনাদের লেটেস্ট তথ্য দেই, এভারেজে এ মাসের গত ২৮ দিনের যে রেট যেটা রিফাইন ওয়েলে, সেটা এখনো ১৩২ ডলার প্রতি ব্যারেলে পড়ছে। যেটা আমার কস্টিংয়ে চেয়ে সাড়ে ৯ থেকে ১০ টাকা বেশি প্রতি লিটারে।

রাশিয়া থেকে জ্বালানি তেলের নমুনার বিষয়ে বিপিসির শীর্ষ এ কর্মকর্তা বলেন, শুধু ল্যাবে পরীক্ষার জন্য রাশিয়া থেকে খুবই অল্প পরিমাণে তেল আনা হয়েছে। এর সঙ্গে আমদানির কোনো সম্পর্ক নেই। এসময় পেট্রোল পাম্প মালিকদের ৩১ আগস্টের কর্মবিরতি স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply