fbpx

কমেছে এলপি গ্যাসের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এলপিজি সিলিন্ডার ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

সোমবার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের এ খবর জানায় বিইআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম কমে যাওয়ায় দেশের বাজারে আবারও এলপিজির দাম কমানো হলো। চলতি মাস জানুয়ারিতে ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা কমে ১১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ডিসেম্বর মাসে ছিল ১২২৮ টাকা।

এছাড়া, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৪ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর এলপিজির দাম টানা পাঁচ দফায় বাড়ানো হয়। সর্বশেষ, ৩ ডিসেম্বর বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১৩১৩ টাকা থেকে কমিয়ে ১২২৮ টাকা করা হয়। এছাড়া, গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয় প্রতি লিটার ৫৭ টাকা ২৪ পয়সা।

Advertisement
Share.

Leave A Reply