fbpx

কমেছে পেঁয়াজের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রমজান এলেই বেড়ে যায় নিত্য পণ্যের দাম। এই তালিকায় সবার উপরে থাকে পেঁয়াজ। তবে এবারের চিত্রটা ভিন্ন। দামের লাগামটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণেই আছে বলে জানান ক্রেতারা।

গত একদিনে প্রতি কেজিতে ৪ থেকে ৫টাকা করে দাম কমেছে পেঁয়াজের। ব্যবসায়ীরা জানান, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

একদিন আগেও কেজিপ্রতি ২৫-২৬ টাকা দামে পেঁয়াজ বিক্রি হলেও বর্তমানে তা কমে ২১-২২ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) কম থাকায় আমদানি কমে কয়েক দিন ধরে গড়ে চার-পাঁচ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। অন্যদিকে চলতি মাসেই অবশিষ্ট আইপির মেয়াদ শেষ হচ্ছে জেনে আমদানির পরিমাণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এতে হিলি স্থলবন্দর দিয়ে গতকাল একদিনেই ১৪ ট্রাকে ৩৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ফলে বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ বেড়েছে।

অন্যদিকে দরবৃদ্ধির আশঙ্কায় অনেকেই রমজানের শুরুতে চাহিদামাফিক পেঁয়াজ কিনে রাখে। এ কারণে আগের তুলনায় পেঁয়াজের চাহিদা কমেছে। ফলে কমেছে নিত্যপণ্যটির দামও।

Advertisement
Share.

Leave A Reply