fbpx

কমেনি প্যাকেজ মূল্য, চতুর্থ দফায় বাড়লো হজযাত্রী নিবন্ধনের সময়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হজযাত্রীদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় আবারও হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ২১ মার্চ পর্যন্ত হজযাত্রীদের বিশেষ অনুরোধে শেষবারের মতো বর্ধিত করা হলো।

এর আগে গত ৭ মার্চ দেওয়া বিজ্ঞপ্তিতেও ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, আগামী ১৬ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং শেষবারের মতো নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে।

হজ প্যাকেজের খরচ প্রায় দ্বিগুণ করা নিয়ে ব্যাপক সমালোচনা সত্ত্বেও সরকারের পক্ষে এর খরচ কমানোর কোনো সুযোগ নেই বলে আজ দুপুরে জানান ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাসেম।

বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার জন। হজ প্যাকেজের খরচ প্রায় দ্বিগুণ করায় নিবন্ধনের জন্য ৩ দফা সময় বাড়িয়েও সম্ভাব্য হজযাত্রীদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যায় সাড়া না পেয়ে চতুর্থ দফায় সময় বৃদ্ধি করল সরকার।

আশকোনা হজ ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ৫৬২ জন হজযাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

Advertisement
Share.

Leave A Reply