fbpx

করোনায় আক্রান্ত লুকা ইয়োভিচ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সময়টা মোটেই ভালো যাচ্ছে না লা-লিগার সফলতম দল রিয়াল মাদ্রিদের। মাঠের ভেতরে ও বাইরে খারাপ সময় পার করছে দলটি। পয়েন্ট টেবিলেও তাদের অবস্থান চার নম্বরে, তার সঙ্গে রয়েছে করোনার আঘাত! দলের চতুর্থ সদস্য হিসেবে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্ট্রাইকার লুকা ইয়োভিচ।

২০ নভেম্বর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে এই সার্বিয়ান স্ট্রাইকারের। যার ফলে ২১ নভেম্বর রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে লা-লিগার ম্যাচে তাকে পাচ্ছে না জিনেদিন জিদানের দল। এমনকি ইন্টার মিলনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

ইয়োভিচের কোভিড-১৯ পরীক্ষার ফল যদি দ্রুতই নেগেটিভ না আসে তবে তাকে ছাড়াই হতে পারে আরও কিছু ম্যাচ। সেখানে দুশ্চিন্তার ভাঁজ পড়তে পারে জিদানের কপালে।

লস ব্লাঙ্কোস শিবিরে করোনা আক্রান্ত অন্য তিন ফুটবলার ছিলেন কাসেমিরো, মিলিতাও এবং এদেন আজার। ইতোমধ্যেই অবশ্য তারা করোনা জয় করে অনুশীলনে ফিরেছেন।

Advertisement
Share.

Leave A Reply