fbpx

করোনার দ্বিতীয় ডোজ টিকার প্রস্তুতি সম্পন্ন : স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৮ এপ্রিল থেকে শুরু হবে করোনা টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম। যার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ডা. খুরশীদ আলম জানান, এখনো করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। আগামী ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে। এ বিষয়ে বেক্সিমকো ফার্মা রবিবার জানিয়েছে, তারা সময়মতো টিকা সরবরাহ করতে পারবে।

এদিকে, আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বেসরকারি টেলিভিশন ‘সময়’ কে স্বাস্থ্যসেবা বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সচিব মো. লোকমান হোসেন মিয়াও টিকার দ্বিতীয় ডোজের বিষয়ে একই তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য সচিব এ সময় সংবাদমাধ্যমটিকে বলেন, করোনার এই দুঃসময় কাটিয়ে উঠাই সরকারের এখন মূল চ্যালেঞ্জ। তাই দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার সকল প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হলেও প্রথম ডোজের জন্য যারা নিবন্ধিত আছেন, তাদের টিকাও দেওয়া হবে। পাশাপাশি, লকডাউন ও রোজার মাসেও চলবে টিকাদান কর্মসূচি।

Advertisement
Share.

Leave A Reply