fbpx

করোনায় আক্রান্তদের জন্য সুখবর!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পর যারা করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের শরীরে বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়নি তারা কিছুটা পিছিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমনটাই প্রমাণিত হয়েছে।

একই রকম প্রমাণ মিলেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এক গবেষণায়।

আইইডিসিআর এর উপদেষ্টা ড. মুশতাক হোসেন বিবিএস বাংলাকে বলেন, ‘যারা কোভিডের টিকা নিয়েছেন তাদের তুলনায় যারা নেননি তাদের মধ্যে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর হার দশগুণ। আর টিকা নেয়ার পরও যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে মৃত্যুহার মাত্র ০.৩ শতাংশ। অর্থাৎ প্রতি এক হাজার জনে মৃত্যু হবার আশঙ্কা রয়েছে তিনজনের।’

১লা অগাস্ট প্রকাশিত আইইডিসিআর এর ওই গবেষণার কথা উল্লেখ করে ড. মুশতাক আরও বলেন, ‘টিকা নেয়ার আগে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তির হারও টিকা গ্রহণের পর আক্রান্তদের তুলনায় বেশি। আর যারা দুই ডোজ সম্পন্ন করেছেন, তাদরে মধ্যে কোভিডে আক্রান্তের পর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে মাত্র ৭ শতাংশ রোগী।’

এই বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ‘ভ্যাকসিন নিলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। করোনা থেকে ৯৫ থেকে ৯৭ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম যেকোন টিকা। দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। সে পর্যন্ত টিকা নেওয়া বা না নেওয়া সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি।’

আইইডিসিআর এর গবেষণায় আরও বলা হয়েছে, টিকা নেওয়ার পর করোনা আক্রান্তদের তুলনায় টিকা না দেওয়াদের শ্বাসকষ্ট ও অন্যান্য শারিরীক জটিলতায় বেশী ভুগতে দেখা গেছে। ভ্যাকসিন নিলে করোনা মুক্ত থাকার শতভাগ নিশ্চয়তা নেই, তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মৃত্যুর ঝুঁকি কমাতে অনেকটাই গুরুত্ব রাখে অনুমোদিত যেকোন টিকা, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Advertisement
Share.

Leave A Reply