fbpx

করোনায় আবারো বাড়লো মৃত্যু ও আক্রান্তের হার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩০ জনের। এ ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৮১ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন, ১ হাজার ২৪৫ জন রোগী।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশের করোনা পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল থেকে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আজ আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীসহ দেশে এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ১১ হাজার ২৬১ জন। আর এখন পর্যন্ত করোনাতে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ দেশে ১৪ হাজার ৫৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ১০ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply