fbpx

করোনায় এক দিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ জন মারা গেছেন। এ নিয়ে টানা পাঁচ দিনের মত করোনায় দৈনিক মৃত্যু একশ’র ওপরে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মারা গেছেন খুলনা বিভাগে। এখানে ৪৬ জন মারা গেছন।  এরপরই ঢাকা বিভাগে মারা গেছেন ৩৫ জন।

একদিনে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে। আর প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৬৪৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ৩২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ হাজার ৩০১ জনের দেহে করোনা শনাক্ত হয়।  পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ।  এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২টি।

বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে একদিনে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৬৬৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এরপরের বছর ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ই মার্চ।

Advertisement
Share.

Leave A Reply