fbpx

করোনা: পুরোপুরি লকডাউনের পথে অস্ট্রিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউরোপের দেশগুলোতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। ভাইরাসটির বিস্তার ঠেকাতে সোমবার থেকে পুরোপুরি লকডাউনে যাচ্ছে অস্ট্রিয়া। ইউরোপের দেশের মধ্যে এই দেশেটিতেই প্রথম পুরোপুরি লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তার আগে দেশটিতে যারা করোনা ভ্যাকসিন নেননি, তাদের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ বলেছেন ২০ দিন পূর্ণ লকডাউন থাকবে। সেই সাথে আগামী বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে নাগরিকদের ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলত করা হয়েছে।
লকডাউনে বাড়িতে বসে কাজ করতে পারবে জনগণ। এই সময় শপিংমল ও দোকানপাঠ বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় ও ওষুধের দোকান এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে না।

রাশিয়া ও জার্মানিতেও বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে রাশিয়াতে আংশিক লকডাউন দেয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply