fbpx

কাজ চলছে সাকিবের বায়োপিকের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের বিভিন্ন অঙ্গনের সফল মানুষের জীবনই উঠে এসেছে সিনেমার মাধ্যমে। আর জীবনের গল্পটা যদি হয় জনপ্রিয় ক্রিকেট তারকা, তবে এই উপমহাদেশে দর্শকের অভাব হয় না।

ইতিমধ্যেই ভারতের আজহারউদ্দীন, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, কপিল দেবের বায়োপিক দারুণ সাফল্য পেয়েছে চলচ্চিত্রের বাজারে। শিগগিরই নির্মিত হতে যাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জীবনী। যদিও বাংলাদেশের কোনো ক্রিকেটারের জীবনী নিয়ে এখন পর্যন্ত কোনো বায়োপিক নির্মিত হয়নি।

এবার জানা গেল, দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকি থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাকিবের একটি ঘনিষ্ঠ সুত্র। তবে চরকি থেকে সাকিব আল হাসানের বায়োপিক নাকি ডকুমেন্টারির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিয়ে বিবিএস বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এই প্রসঙ্গে আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি হননি।

Advertisement
Share.

Leave A Reply