fbpx

কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে দল পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বিশ্বের প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই খেলেছেন সাকিব আল হাসান।এবার তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি টুর্নামেন্টের নাম।

মঙ্গলবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

কানাডিয়ান লিগটির আসন্ন আসরে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব। একই দলে আইকন ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

মঙ্গলবার (১৩ জুন) টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে মার্কি ক্যাটাগরিতে সাকিব ও রাসেলকে দলে ভিড়িয়েছে মন্ট্রিয়ল টাইগার্স। সাকিব-রাসেল ছাড়াও আসরে দল পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, কলিন মুনরো, হরভজন সিং, অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, রাইলি রুশোর মতো তারকারা।

আগামী ২০ জুলাই থেকে শুরু হবে মাঠের লড়াইগ্লোবাল টি-টোয়েন্টির এবারের আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি। ৬ আগস্ট ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

Advertisement
Share.

Leave A Reply