fbpx

কিশোরের রিমান্ড চেয়েছিল পুলিশ, আদালতের নাকচ 

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর  করে দিয়েছে আদালত। রবিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।

কিশোরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তবে এদিন কিশোরকে আদালতে হাজিরের কথা থাকলেও তাকে হাজির করা হয়নি। এজন্য ক্ষোভ প্রকাশ করে আদালতের কাছে সংশ্লিষ্টদের শাস্তি চেয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

পাশাপাশি পুলিশের রিমান্ডে আবেদনের এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে গত বছরের মে মাসে লেখক মুশতাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নানকে র‍্যাব গ্রেফতার করে।

এসময় ডিজিটাল নিরাপত্তা আইনে মোট ১১ জনের বিরুদ্ধে মামলা করে র‍্যাব। সেই মামলায় দু’ জন জামিনে মুক্তি পেলেও কিশোরের জামিন আবেদন ছয়বার নাকচ হয়।

কিশোরের রিমান্ড চেয়েছিল পুলিশ, আদালতের নাকচ 

কার্টুনিস্ট পেড্রো মোলিনার আঁকা ছবিতে কারাবন্দি কিশোর।

Advertisement
Share.

Leave A Reply