fbpx

কী সুবিধা থাকছে টুইটারের নতুন ফিচার ‘মাল্টিমিডিয়া টুইটে’?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘মাল্টিমিডিয়া টুইট’ নামের নতুন এক ফিচার চালু করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এই ফিচার ব্যবহার করে একই টুইট বার্তায় ছবি, ভিডিও ও জিআইএফ ব্যবহার করা যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক ক্র্যাঞ্চের প্রতিবেদনে জানানো হয়, ফিচারটি কাজে লাগিয়ে ছবি, ভিডিও ও জিআইএফ পাঠালে, সেগুলো একই টুইট বার্তার ওপরে নিচে আলাদাভাবে দেখা যাবে। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করেছে টুইটার।

বর্তমানে কোনো ছবি বা ভিডিও পোস্ট করার জন্য টুইটারে আলাদাভাবে টুইট বার্তা পাঠাতে হয়। ফলে একই বিষয়ে একাধিক টুইট বার্তা লিখতে বা পড়তে হওয়ায় অনেকেই বিরক্ত হন। নতুন এই ফিচার চালু হলে, এক টুইট বার্তাতেই যেকোনো বিষয়ের পুরো তথ্য অন্যদের জানানো যাবে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি টুইটার। কিন্ত ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করার বিষয়টি স্বীকার করেছে টুইটার কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এই ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ধীরে ধীরে সবাই এই ফিচার ব্যবহার করতে পারবেন বলেও জানিয়েছে টেক ক্র্যাঞ্চ।

Advertisement
Share.

Leave A Reply