fbpx

ক্রোয়েশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, নিহত ৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্রোয়েশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে মারা গেছেন অন্তত ৭ জন। আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি পেত্রেইনিয়া শহরে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল পেত্রেইনিয়া শহর। সেখানে ধসে পড়া ভবনে আটকে থাকাদের উদ্ধারে অভিযান চলছে। উদ্ধারকর্মীদের সাথে কাজ করছেন সেনা সদস্যরাও। আশপাশের বেশ কয়েকটি শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্রোয়েশিয়া ছাড়াও প্রতিবেশী সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভনিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। আরও দূরের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এমনকি ইতালিতেও কম্পন অনুভূত হয়েছে।

 

Advertisement
Share.

Leave A Reply