fbpx

খবরের জন্য গুগল ও ফেসবুক অর্থ দিবে গণমাধ্যমকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গুগল ও ফেসবুকে কোনো সংবাদমাধ্যমের কনটেন্ট প্রকাশ হলে সে জন্য এখন থেকে অর্থ গুনতে হবে। গুগল ও ফেসবুককে এই অর্থ দিতে হবে সংশ্লিষ্ট গণমাধ্যমকে। বিশ্বে প্রথম দেশ হিসেবে এই আইন পাস করল অস্ট্রেলিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে।

দেশটিতে এ আইন চালুর বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছিল। তবে সব কিছু উপেক্ষা করেই পার্লামেন্টে আইনটি পাস হয়েছে। সরকারের দাবি, এই আইনের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমগুলো টিকে থাকবে। একই সাথে বস্তুনিষ্ঠ খবর প্রকাশের বিষয়েও দায়বদ্ধ থাকবে গুগল ও ফেসবুকের মতো প্লাটফর্মগুলো।

সার্চ ইঞ্জিন গুগল ডিজিটাল মাধ্যমে থাকা যেকোনো খবর খোঁজ করে পাঠকের সামনে তুলে ধরে। আর পাঠকের সার্চ করা সংবাদ থেকে যায় গুগলের প্ল্যাটফর্মে। একই রকমভাবে ফেসবুকেও খবর থেকে যায়। এই খবরগুলো কতবার দেখা হয়েছে তার ওপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিতে থাকে। তবে এই বিজ্ঞাপনের জন্য যে অর্থ আসে তার কোনো অংশই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে দেওয়া হয় না। অস্ট্রেলিয়ার নতুন এই আইনের মাধ্যমে এবার সংশ্লিষ্ট গণমাধ্যমকেও এই অর্থের ভাগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হল।

Advertisement
Share.

Leave A Reply