fbpx

খুলনায় চলছে ট্যাংকলরি ধর্মঘট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৯ মার্চ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী গণমাধ্যমকে জানান, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিন হোসেনের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের আটকের দাবিতে এ ধর্মঘট শুরু হয়েছে।

ধর্মঘটের কারণে খুলনার ১০ জেলা এবং বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজম জানান, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিন খালিশপুর নয়াবাটি রোডের বাসা থেকে বের হন। এসময় চারটি মোটরসাইকেলে আসা ৮-৯ জন তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আল আমিনের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে গতকাল রাতে ১০-১২ জনকে আসামি করে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। হামলার ঘটনায় হামলাকারীদের আটকের দাবিতে গতকাল দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ না করে নগরের নতুন রাস্তা এলাকায় সড়কে ট্যাংকলরি রেখে সড়ক অবরোধ ও ধর্মঘট কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

Advertisement
Share.

Leave A Reply