fbpx

গণটিকা কার্যক্রম বন্ধ, নিবন্ধন করে নিতে হবে টিকা: স্বাস্থ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গণটিকা কার্যক্রম আপাতত আর হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এখন থেকে নিবন্ধন করেই টিকা নিতে হবে।

আজ সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সংবাদমাধ্যমকে স্বাস্থ্যমন্ত্রী জানান, যখন যতো টিকা আসবে, তা রেজিস্ট্রেশনের মাধ্যমে সবাইকে নিতে হবে। আপাতত গণটিকা কার্যক্রম থেকে সরে এসেছে সরকার।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যেই ফাইজারের ৬০ লাখ টিকা দেশে আসবে। যা যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না-ফাইজারের টিকা সংকটের মধ্যে বাংলাদেশের জন্য সুখবর। ফাইজারের টিকা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি টিকা বাংলাদেশ পাবে বলেও জানান মন্ত্রী।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Advertisement
Share.

Leave A Reply