fbpx

গাইবান্ধা-৫ উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-৫ আসনের ভোট পর্যবেক্ষণের মনিটরিং সেলে বসে সিইসি এ ঘোষণা করেন।

এর আগে অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে আজ বুধবার ভোট অনুষ্ঠিত হচ্ছিলো।

গাইবান্ধা-৫ আসনে ভোটার আছেন মোট তিন লাখ ৩৯ হাজার ৯৮ জন। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। আওয়ামী লীগের মাহমুদ হাসান নৌকা প্রতীক নিয়ে ও জাতীয় পার্টির (জাপা) এএইচএম গোলাম শহীদ লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন।

এ আসনে ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে এবারই প্রথম ইলেকট্রোনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছিলো।

Advertisement
Share.

Leave A Reply