fbpx

গাজার হাসপাতালে ইনকিউবেটরে ১২০ নবজাতকের জীবন ঝুঁকিতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গাজার উপর অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মৃতের সংখ্যার মধ্যে ৪৮% নারী ও শিশু। বিভিন্ন হাসপাতালে অন্তত ১২০ নবজাতকের জীবন ঝুঁকিতে।

জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) জানিয়েছে, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার হাসপাতালের ইনকিউবেটরে অন্তত ১২০ নবজাতকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

ইউনিসেফের মুখপাত্র জোনাথন ক্রিকক্স বলেছেন, এ অবস্থায় আমরা খুবই উদ্বিগ্ন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুয়ী, ইসরায়েলি হামলায় এরই মধ্যে ১ হাজার ৮৭৩ শিশু নিহত হয়েছে।

এছাড়া মসজিদ-গির্জায়ও চালানো হচ্ছে হামলা। এখন পর্যন্ত ৩৩টি মসজিদ ধ্বংস করা হয়েছে। মসজিদে হামলার কথা স্বীকারও করেছে ইসরায়েল।

রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরের আল-আনসার মসজিদে হামলায় হামাস ও ফিলিস্তিন ইসলামিক জিহাদের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েলি বাহিনী। মসজিদটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে দাবি তাদের।

এ ছাড়া গাজানের একটি গির্জায় বিমান হয়েছে। এসব হামলার মধ্যেও দখল অব্যাহত রেখেছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পুরোনো অন্তত ৭০টি জলপাই গাছ ধ্বংস করেছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

Advertisement
Share.

Leave A Reply