fbpx

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপো বিস্ফোরণে নিহত ৪১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপো বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। স্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, আহত অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘনটনায় আহত হয়েছে দমকল কর্মী ও পুলিশসহ অন্তত তিনশ মানুষ। এখন পর্যন্ত আগ্নিদগ্ধ ১০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কা জনক। এখনও নিখোঁজ রয়েছে তিন জন দমকল কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ২৫ টি ইউনিট সেখনে কাজ করছে।

শনিবার রাত নয়টার দিকে, একটি বেসরকারি কন্টেইনার ডিপো থেকে আগুনের সূত্রপাত। এরপর সেখানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণে ঘটনাস্থলের পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত কাঁপুনি অনুভূত হয়। ডিপোটিতে আমদানি হয়ে আসা ও রপ্তানি মুখি মালবাহী কন্টেইনার ছিল। যার মধ্যে রাসায়নিক পদার্থও ছিল।

Advertisement
Share.

Leave A Reply