fbpx

চট্টগ্রাম ৮ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের অনুষ্ঠিত হচ্ছে উপ-নির্বাচন। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই আসনে ১৯০টি কেন্দ্রের এক হাজার ৪১৪টি কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন নোমান নোমান আল মাহমুদ। অন্য প্রার্থীরা হলেন চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির কামাল পাশা এবং একতারা প্রতীকে করছেন স্বতন্ত্র প্রার্থী রমজান আলী। এ উপ-নির্বাচনে নেই বিএনপি ও জাতীয় পার্টি।

চট্টগ্রাম ৮ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছেচট্টগ্রাম-৮ আসনে সংসদসদস্য ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। গত ৫ ফেব্রুয়ারি তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এ নির্বাচনে পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন ও নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন।

Advertisement
Share.

Leave A Reply