fbpx

চলে গেলেন খোন্দকার ইব্রাহিম খালেদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনুমানিক ভোর ৫টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। এসময় খোন্দকার ইব্রাহিম কোভিড পরবর্তী জটিলতার কারণে লাইফ সাপোর্টে ছিলেন।

খোন্দকার ইব্রাহিম খালেদের ছেলে খোন্দকার সাঈদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার বাবার মরদেহ সকাল ১১টায় কচিকাচার মেলায় নেয়া হবে। এরপর বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষ করে ইব্রাহিম খালেদকে গোপালগঞ্জে দাফন করা হবে।

এর আগে, ১ ফেব্রুয়ারি তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কোভিড আক্রান্ত হওয়ার কারণে ভর্তি করা হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য ২১ ফেব্রুয়ারি খোন্দকার ইব্রাহিম খালেদকে বিএসএমএমইউতে স্থানাস্তর করা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। তাছাড়া, অগ্রনী, সোনালী ও পূবালী ব্যাংকেরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

Advertisement
Share.

Leave A Reply