fbpx

চার মাস পার হলেই নেওয়া যাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাসের মধ্যে বুস্টার ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

তিনি বলেন, বুস্টার ডোজ কর্মসূচির শুরুর দিকে দ্বিতীয় ডোজ নেয়ার ছয় মাস পরে দেয়া হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন ছয় মাস নয় চার মাস পরেই বুস্টার ডোজ নেয়া যাবে। যে কারণে আমরাও এখন চার মাস পর বুস্টার ডোজ দেয়া শুরু করেছি।

টিকার এসএমএস না থাকলেও আগামীকাল থেকেই দ্বিতীয় ডোজ নেয়ার পর চার মাস পার হয়েছে এমন ব্যক্তি বুস্টার ডোজ নিতে পারবেন বলেও জানান মালেক।

তিনি বলেন, ‘এ পর্যন্ত ২২ কোটি ডোজ দেয়া হয়েছে। এই মাসে তিন কোটি ডোজ দেয়া সম্পন্ন হলে সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায় চলে আসবে। মোট জনসংখ্যার ৭৫ শতাংশ মানুষের দ্বিতীয় ডোজের আওতায় চলে আসবে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় ডোজ দেয়ার চার মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের আহ্বান করব আপনারা যাতে করোনার টিকা নিতে আসেন।’

দেশে ১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়া শুরু হবে। এখন অপেক্ষা শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের, জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Advertisement
Share.

Leave A Reply